যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয়।আর বিনা অপরাধে আমাদের দেশে(র্যাব সদস্যদের)নিষেধাজ্ঞা দেয়।এই নিষেধাজ্ঞাকে অত্যন্ত গর্হিত কাজ বলেও মনে করেন তিনি।সোমবার(২৮মার্চ)সকাল ১০টায় কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরের শহীদ লে.কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ দরবারে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হন।মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,আপনারা দেখেছেন,সেখানে বাচ্চা ছেলেকে গুলি করে মারল,রাস্তায় ফেলে পা দিয়ে গলা চেপে(জর্জ ফ্লয়েড)মেরে ফেলে দিল।সেখানে আইনশৃঙ্খলা রক্ষার নামে কেউ অপরাধ করলেও শাস্তি দেওয়া হয় না।কিন্তু পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ,এখানে কেউ অপরাধ করলে,আমরা শাস্তির বিধান করি।
প্রধানমন্ত্রী বলেন,আমেরিকা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর স্বীকৃত খুনিকে স্থান দিয়েছে।সেখানে যুদ্ধাপরাধীরা স্থান পেয়েছে,জাতির পিতার আত্মস্বীকৃত খুনিও বসবাস করে।তাদের ফিরিয়ে দিতে আমরা বার বার তাদের অনুরোধ করছি,প্রেসিডেন্টের কাছে চিঠি দিচ্ছি,একের পর এক প্রেসিডেন্ট আসছে,আমরা তার কাছে ধরনা দিয়ে যাচ্ছি।জাস্টিজ ডিপার্টমেন্টে আমরা জানিয়েছি,এরা অপরাধী,শিশু ও নারী হত্যাকারী,খুনি।তাদের আমাদের দেশে ফেরত দিতে হবে।তারা অপরাধীদের রক্ষা করে,তাদের দেশে স্থান দেয়।আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়।এটা যাদের চরিত্র,তাদের বিষয়ে আর কী বলব।