কান্দি ইউনিয়ন এর বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর।এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে যেন,একেকটি মিনি ক্যাসিনো।প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা।
বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন জুয়ার আড্ডায়।ভয়ঙ্কর বিষয় হলো জুয়ায় আড্ডায় স্কুল পড়ুয়া কিশোররাও আসে।আবার জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন।জুয়াড়িদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের।প্রতিবাদ করেও মিলছে না কোনো প্রতিকার।তবে প্রশাসন বলছে জুয়া ও মাদক নিরাময়ে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
[caption id="attachment_2019" align="alignleft" width="300"] বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে যেন,একেকটি মিনি ক্যাসিনো।[/caption]
অনুসন্ধানে জানা যায়,কান্দির তেয়ানী মনিরাম এলাকায় বিভিন্ন জায়গায় এক প্রকার প্রকাশ্যাই চলে জুয়ার আসর,এবং লুডুর মাধ্যমে জুয়া খেলা,ক্রিকেট জুয়া খেলা এলাকায় প্রতিরাতেই বসে জুয়ার আসর।ঘর-বাড়ি ছাড়াও হাওরে জমে জুয়ার আড্ডা।আসর বসে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে,অনেকে জুয়া ও মাদকের অভয়ারণ্য বলে থাকেন।এই উপজেলার অধিকাংশ গ্রামেই বসে জুয়ার আসর।আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় সেখানে জুয়া ও মাদকের সয়লাব হ্রাস পেলেও এখনও অনেক স্থানে নিরাপদেই চলে জুয়ার আসরজুয়াড়িদের বিচরণ থেকে পিছিয়ে নেই শীমুল তলা,তালের হাট,বালার দিঘিও।এবং ব্যাপারটি ইউনিয়নে চেয়ারম্যান সাহেব কে অবহিত করা হয়েছে।তিনি বলেন যে ব্যাপারটা আমি দেখতেছি সে,যেই হোকনা কেন অপরাধ করলে কোন ছাড় হবে না আমার এই অর্থ ইউনিয়নে জনগণ যদি আমার পাশে থাকে তাহলে আমি এই,ইউনিয়ন থেকে জুয়া,মাদক ও বাল্যবিবাহ বন্ধ করব;ইনশাআল্লাহ;।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.