মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার পীরগাছায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস)বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।সংস্থার উপদেষ্টা চিপ পেটি অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
অরাজনৈতি অলাভজনক জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা(অসকস)এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,রংপুর জেলা সিনিয়র সহ-সভাপতি ও পীরগাছা উপজেলা সভাপতি মোশাররফ হোসেন,জেলা উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোলায়মান খন্দকার,সম্মানিত ক্যাপ্টেন নুরুল আমিন প্রধান রাঙ্গা,সম্মানিত ক্যাপ্টেন মতিউর রহমান, জেলা সভাপতি কমান্ডো তৌহিদ,এ্যাডভোকেট মাহে আলম,জেলা সহ-সভাপতি আতাউর রহমান,পীরগাছা উপজেলা সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।জাকজমক পূর্ণ আলোচনা সভায় রংপুর জেলা ও পীরগাছা উপজেলার ২শতাধিক অবসরপ্রাপ্ত সেনা,নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা তাদের নিজেদের অর্থায়নে এলাকার অবহেলিত মানুষের হয়ে কাজ করছে।সংস্থাটি অল্প সময়ের মধ্যে সেবামূলক কাজ বেশ প্রশংসা কুড়িয়েছে।আগামী দিনে এই সংস্থার পাশে থাকার জন্য প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানের নেক দৃষ্টি কামনা করেন।পরে দোয়া মাহফিলের পর প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.