অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন আগামী ১এপ্রিল থেকে শুরু হবে,চলবে ১৫মে পর্যন্ত।
বৃহস্পতিবার(২৪মার্চ)রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।এতে স্বাক্ষর করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা।
আদেশে বলা হয়,জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ১জানুয়ারি ১১বছরের বেশি হতে হবে।ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় বর্তাবে প্রতিষ্ঠানের প্রধানদের ওপর।
[caption id="attachment_2061" align="alignleft" width="300"] ছবি:দৈনিক তোকদার নিউজ.কম থেকে জেএসসির রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ।[/caption]
এতে আরও বলা হয়,বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত(OMES/eSIF)বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে।
রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি ৭৪টাকা।এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ২৪টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.