বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
-
প্রকাশ কাল
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
-
২২৯
বার পড়েছে
ছবি:দৈনিক তোকদার নিউজ.কম থেকে ভরসার এক ছেলে খুন আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল।
২০০৯সালে সাবেক সংসদ সদস্য করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।এ মামলার ডেথ রেফারেন্স গ্রহণ করে বুধবার(২৩মার্চ)বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো:রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায়দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো:জাহাঙ্গীর আলম জানান,২০০৯সালের এপ্রিলে রাজধানীর বিজয়নগরের ব্যবসায়িক অফিসে করিম উদ্দিন ভরসার এক ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা।এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন।এ মামলায় বিচার শেষে ২০১৬সালের ১১এপ্রিল ঢাকার ৪র্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন।পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।এ মামলায় কবির পলাতক রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST