লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার(২০মার্চ)সকালে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আজ সকাল ১১টায় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম কেন্দ্রীয় বাস টার্মিনালে আসার কিছুক্ষণ পরেই কয়েকটি মোটর সাইকেল যোগে বিপরীদ গ্রুপের ১০-১৫জন শ্রমিক এসে তার উপর হামলা করে।
[caption id="attachment_1954" align="alignleft" width="300"] বীর মুক্তিযোদ্ধার উপর হামলা।[/caption]
এরপর স্থানীয় শ্রমিকরা বাঁধা দিলে তারা পালিয়ে যায়।তার কিছুক্ষণ পর বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সমর্থিত শ্রমিকরা ঘটনাস্থলে আসে এবং বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য আনোয়ার হোসেন দুলুর সমর্থিত শ্রমিকরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়।দুই পক্ষের বাকবিতন্ডার পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।তাৎক্ষণিক সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ বলেন,পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সোমবার মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এ জন্য আজকে শ্রমিকদের সাথে আলোচনা করতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম কেন্দ্রীয় বাস টার্মিনালে আসে।এরপরেই সংগঠনের কোষাধক্ষ্য দুলু বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে আমিরুল ভাইয়ের উপর হামলা করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও কোষাধক্ষ্য আনোয়ার হোসেন দুলুর সাথে মুঠোফেনে যোগাযোগ করার চেষ্ঠা করে পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শ্রমিকদের দুই গুরুপের কেউ এখনো অভিযোগ দেননি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.