স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলেক্ষ পীরগাছায় মুক্তির উৎসব,সুবর্ণজয়ন্তী র্যালী,আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।দুপুরে পীরগাছার প্রবেশ মুখে জাতীয় পতাকা ও নানা ব্যানার ফেষ্টুন নিয়ে জেলা শহর থেকে আসা বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
[caption id="attachment_1951" align="alignleft" width="300"] বীর মুক্তিযোদ্ধা সমাবেশ।[/caption]
এরপর বহর নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা,টি-শাট ও উপহার প্রদান করা হয়।
ইউএনও শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার আলোচনা সভায় বক্তব্য দেন,রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু,পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান,রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক সদরুল আলম দুলু,সাবেক জেলা ইউনিট কমান্ডার মঞ্জুরুল ইসলাম,পীরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াজেদ আলীর সরকার,সেরাজুল ইসলাম প্রধান,নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা প্রভাত চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ,পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরেস চন্দ্র,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম,ইউপি চেয়ারম্যান আবুল বাশার প্রমুখ।সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন,আমাদের শেষ সময়।আমরা এই স্বাধীন দেশে মরতে চাই।বর্তমান সরকার আমাদের যে সব দিয়েছেন তা কখনো ভোলার নয়।স্বাধীনতা বিরোধীরা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে সেদিকে এই প্রজন্মের সকলকেই সজাগ থাকতে হবে।আমরা চাই বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে রাজাকার,আলবদর ও শান্তি কমিটির তালিকা প্রকাশ করা হোক।এতে করে আমাদের সন্তানরা তাদের থেকে দুরে থাকতে পারবে।পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক সংগীত পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.