লালমনিরহাট আদিতমারীতে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়।কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে,রোববার(২০মার্চ)রাতে পলাশী ইউনিয়নের নামুড়ী ডিএস দাখিল মাদরাসা মাঠে পলাশী ইউনিয়ন জাপার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালীগঞ্জ উপজেলা জাপার সভাপতি শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ নাহিদ।বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা জাপার প্রধান সমন্বয়ক আফজাল হোসেন।কালীগঞ্জ উপজেলা জাপার তরুন পার্টির আহবায়ক সুরুজ্জামান সুরুজের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার মিন্টু।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জাপার যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম,সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আসাদুল রাশেকিন রতন,সদর উপজেলা মহিলা পার্টির সদস্য সচিব রোকসানা আকতার,জেলা সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম রতন,আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুর রউফ,ভাদাই ইউনিয়ন জাপার সভাপতি জহুরুল আলম সরকার ও মহিষখোচা ইউনিয়ন জাপার সভাপতি আলী আহমেদ মাষ্টার প্রমূখ।
পরে কেক কেটে পল্লীবন্ধুর ৯২তম জন্মবার্ষিকীর আনুষ্ঠিকতা ও দোয়া করা হয়।
শেষে ভাদাই ইউনিয়নে জহুরুল আলম সরকারক আহবায়ক,নবীর হোসেন যুগ্ন আহবায়ক ও আবু সাঈদ সদস্য সচিব।মহিষখোচা ইউনিয়নে আলী আহমেদ মাষ্টার আহবায়ক,ছকমাল হোসেন যুগ্ন আহবায়ক ও জয়নাল আবেদিন বেলাল সদস্য সচিব এবং পলাশী ইউনিয়নে সিরাজুল ইসলাম আহবায়ক,ভূপতি রঞ্জন রায় যুগ্ন আহবায়ক ও শাহ্আলম সরকার মিন্টু সদস্য সচিব করে ৩টি ইউনিয়নের আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়।