জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ৩কোটি ২৫লাখ ডোজ করোনার টিকা দেবে সরকার।আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন থেকে ৩১মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বুস্টার ডোজ হিসেবে দেশবাসীকে এসব টিকা দেওয়া হবে।২৬তম জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়ে বলেন,১৭মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত দেশব্যাপি করোনার বুস্টার ডোজ ক্যাম্পেইন চালানো হবে।
এর আগে ২২কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।এই ক্যাম্পেইন সফল হলে ২৫কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।এতে দেশ আরও বেশি নিরাপদ হবে।২৬তম জাতীয় কৃমি সপ্তাহ পালনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,এ বছর ৪কোটি মানুষকে কৃমির ওষুধ খাওয়ানো হবে।আগামী ২০মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরু হবে এবং আমাদের লক্ষ্যমাত্রার ৯৮ভাগ পূরণ করা হবে।কৃমিতে আক্রান্ত না হতে স্বাস্থ্যমন্ত্রী এসময় পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর রাখতে সকলের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য,দেশের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১১বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২-১৬বছর বয়সী সকল শিশুকে ১ডোজ কৃমিনাশক ওষুধ(মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০মিলিগ্রাম)ভরা পেটে সেবন করানো হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা:আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.