বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)সাত ক্যাটাগরির ২২পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১.পদের নাম:উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা:২ জন।
যোগ্যতা:কমপক্ষে স্নাতক পাস।
বেতন স্কেল:১১,০০০-২৬,৫৯০টাকা।
২.পদের নাম:কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা:৩ জন।
যোগ্যতা:বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস।
বেতন স্কেল:১১,০০০-২৬,৫৯০টাকা।
৩.পদের নাম:অডিটর।
পদসংখ্যা:১ জন।
যোগ্যতা:বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস।
বেতন স্কেল:১১,০০০-২৬,৫৯০ টাকা।
৪.পদের নাম:মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা:৭ জন।
যোগ্যতা:এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল:১০,২০০-২৪,৬৮০টাকা।
৫.পদের নাম:অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা:৩ জন।
যোগ্যতা:এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল:৯,৩০০-২২,৪৯০টাকা।
বিআরটিএ নেবে ২২জন,আবেদন অনলাইনে।
৬.পদের নাম:অফিস সহায়ক।
পদসংখ্যা:৫ জন।
যোগ্যতা:এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০টাকা।
৭.পদের নাম:নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা:১ জন।
যোগ্যতা:অষ্টম শ্রেণি বা জেএসসি পাস।
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:১থেকে ৫নম্বর পদে ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ,নরসিংদী,কিশোরগঞ্জ,ময়মনসিংহ,চট্টগ্রাম,কক্সবাজার,বান্দরবান,কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মণবাড়িয়া,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, নাটোর,বগুড়া,জয়পুরহাট,নওগাঁ,পাবনা,সিরাজগঞ্জ,গাইবান্ধা,নীলফামারী,কুড়িগ্রাম,লালমনিরহাট,দিনাজপুর,ঠাকুরগাঁও,খুলনা,চুয়াডাঙ্গা,মেহেরপুর,সিলেট,হবিগঞ্জ,মৌলভীবাজার,সুনামগঞ্জ,বরিশাল ও বরগুনা।তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিআরটিএ নেবে ২২জন,আবেদন অনলাইনে।
অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:ঢাকা,গাজীপুর,মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ,মাদারীপুর,কিশোরগঞ্জ,ময়মনসিংহ,চট্টগ্রাম,কক্সবাজার,বান্দরবান,কুমিল্লা,চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,বগুড়া,জয়পুরহাট,নওগাঁ,পাবনা,সিরাজগঞ্জ,গাইবান্ধা,নীলফামারী,কুড়িগ্রাম,লালমনিরহাট,দিনাজপুর,ঠাকুরগাঁও,খুলনা,চুয়াডাঙ্গা,মেহেরপুর,সিলেট,হবিগঞ্জ,মৌলভীবাজার, সুনামগঞ্জ,বরিশাল ও বরগুনা।তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:-
১মার্চ ২০২২প্রার্থীর বয়স ১৮-৩০বছরের মধ্যে হতে হবে।মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২বছর।
আবেদন যেভাবে:-
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের : ওয়েবসাইটের : http://brta.teletalk.com.bd/applicant/index.php মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি:-
১থেকে ৫নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২টাকা ও ৬-৭নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬টাকা আবেদন করার ৭২ঘণ্টার মধ্যে বিকশ পারসোনাল নাম্বার এর মাধ্যমে জমা দিতে হবে নাম্বার হলো ০১৭৮-৩১৩২৯৬৯
আবেদনের সময়সীমা:২০ মার্চ থেকে ২৮এপ্রিল ২০২২পর্যন্ত আবেদন করা যাবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.