রংপুরের কাউনিয়ায় ধুমেরকুঠি সরকারি কবরস্থানে বেশিরভাগ জমি অবৈধভাবে দখলের পর দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। এদিকে কবর স্থানে ফাঁকা জায়গা না থাকায় মৃতদেহ দাফন নিয়ে বিপাকা পরেছে স্বজনরা।
[caption id="attachment_1763" align="alignright" width="150"] সরকারি কবর স্থানের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন।[/caption]
জানা গেছে, উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় মুসলমানের ব্যবহার্য্য একটি সরকারি কবর স্থান রয়েছে। স্বাধীনতার পর থেকে ধুমেরকুটি, জয়বাংলা, ভিতুরকুঠি, একতাবাজার, দর্জিপাড়া. পরামানিক পাড়া, নাজিরটারী, বানিয়াটারী, চাদনীপাড়া, নওহাটী, জয়বাংলা নিবাস সহ আশাপাশের আরো বেশ কয়েকটি গ্রামের বিত্তবান, মধ্যবিত্তরা সহ দরিদ্র পরিবারের মৃত ব্যক্তিদের মরদেহ এ কবরস্থানেই দাফন করা হয়। কিন্তু প্রায় ২৫-৩০ বছর ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোড় পুর্বক সরকারি কবর স্থানের জমি অবৈধভাবে দখল করে আধাপাকা দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। আবার কেউ তাদের দখলে থাকা কবর স্থানের জমি বিক্রিও করে দিয়েছে। এতে করে এই কবরস্থানে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনে জায়গা সংকট দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.