করোনার কারণে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।মঙ্গলবার নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
ডা.দীপু মনি বলেন,নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজের মতো করে শিখবে।যতটা সম্ভব ভালোভাবে শিখবে।নতুন কারিকুলামে শিক্ষার্থীরা দক্ষ,যোগ্য,মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে।আমাদের উদ্দেশ্য যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করা,শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ গড়া।শিক্ষক ও অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বান-পাইলটিং হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে তা যেনও আমাদের জানানো হয়,আমরা যেন সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.