নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
পীরগাছা থানা,রংপুর জেলার অফিসার ইনচার্জ হিসেবে আমাদের মাঝে এই মাত্র আসন অলংকৃত করেছেন,জনাব সরেশ চন্দ্র, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মহোদয়,তিনি দ্বিতীয় বারের মত অত্র থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সত্যিকার অর্থে স্যার একজন সাদা মনের মানুষ,স্যারকে অত্র থানায় অফিসার ইনচার্জ হিসাবে পাওয়ায় আমরা সকল অফিসার ও ফোর্স সহ পীরগাছা থানার সর্বস্তরের লোকজন অত্যন্ত আনন্দবোধ করতেছি।
অত্র পীরগাছা থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকেও নিউজ পোর্টাল তোকদার নিউজডটকম এর পক্ষ থেকে স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।