বার্তাসম্পাদক:মোঃরফিকুল ইসলাম লাভলু।
ফেনীর পরশুরামে মিষ্টিতে মরা মাছি থাকায় দোকানমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি)বিকেলে ভোক্তা অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
সোহেল চাকমা বলেন,দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করে আসছে পরশুরাম বাজারের মেসার্স অতুল মজুমদার।অভিযোগ পেয়ে আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিষ্টিতে মরা মাছি পড়ে থাকতে দেখা যায়।পরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.