1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন

এইমাত্র পাওয়া সংবাদ মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ বার পড়েছে

♦খোড়াগাছে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান
নির্বাচিতত হলেন আসাদুজ্জামান।


৭ ফেব্রুয়ারি মিঠাপুকুরের ১নং খোড়াগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জান মোটরসাইকেল প্রতিক নিয়ে ৬ হাজার ২শ ৪৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি স্বতন্ত্রপ্রার্থী লাল মিয়া ঢোল প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১শ ১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮০০+ ভোট, আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী নুর আলম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২শ ৭৩ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবলু মিয়া নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮ ভোট।

মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা।

# ১ নং খোঁড়া গাছ, আসাদুজ্জামান, সতন্ত্র , মটরসাইকেল, আওয়ামীলীগ(বিদ্রোহী)।

# ২ নং রানী পুকুর,আবু ফরহাদ পুটু, সতন্ত্র, ঢোল, আওয়ামীলীগ (বিদ্রোহী)।

# ৩ নং পায়রাবন্দ, মাহবুবার রহমান, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ৪ নং ভাংনী, আব্দুল্লাহ ওয়াহেদী, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ৫ নং বালার হাট, আবুল হাসনাত, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ৬ নং কাফরিখাল, জয়নাল আবেদীন, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ৭ নং লতিফপুর, ইদ্রিস আলী, সতন্ত্র, আনারস, আওয়ামীলীগ (বিদ্রোহী)।

# ৮ নং চেংমারী, টুটুল, সতন্ত্র,আনারস, আওয়ামীলীগ (বিদ্রোহী)

# ৯ নং ময়েনপুর, মুকুল, সতন্ত্র চোসমা, বিএনপি।

# ১০ নং বালুয়া মাসিমপুর, মাওঃ শাজাহান, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ১১ নং বড়বালা, স্বপন, সতন্ত্র, ঘোড়া, বিএনপি।

# ১২ নং মিলনপুর, আতিয়ার রহমান, নৌকা, আওয়ামীলীগ।

# ১৩ নং গোপালপুর, হারুন অর রশিদ, সতন্ত্র, ঘোড়া, বিএনপি।

# ১৪ নং দুর্গাপুর, সাইদুর রহমান, নৌকা, আওয়ামীলীগ।

# ১৫ নং বড়হযরপুর, আব্দুল মতিন, নৌকা, আওয়ামীলীগ।

# ১৬ নং মির্জাপুর, শফিকুল ইসলাম, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।

# ১৭ নং ইমাদপুর, শফিকুল ইসলাম, সতন্ত্র, মটরসাইকেল, জামায়াত।


News

 

নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।



বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST