দিনাজপুর জেলার বিরামপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ঘটনাস্থলেই চালকসহ নিহত হয়েছে তিনজন।আজ বুধবার(২ ফেব্রুয়ারি)সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহিদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুমন কুমার মহন্তের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি নিজেই ঘটনাস্থলে রয়েছি।এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ৭টার দিকে(ঢাকা মেট্রো ক-১১-২৩৩২)নং-একটি প্রাইভেটকারে ২জন জয়পুরহাট অভিমুখে যাচ্ছিলো।ঘন কুয়াশার কারণে কারের চালক রেললাইন দেখতে না পেয়ে হয়ত রেলক্রসিংয়ের ওপর গাড়িটি তুলে দেন।এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ তিন জনই নিহত হয়েছেন।
এ বিষয়ে ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার সাইফুজ্জামান এ প্রতিবেদককে জানান,রেলক্রসিংয়ের গেটটির সংস্কারের কাজ চলছিল।তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল।কিন্তু প্রাইভেটকারের চালক সেটি দেখতে না পেয়ে রেললাইনের ওপর প্রাইভেটকারটি উঠিয়ে দেন,আর এ কারণেই দূর্ঘটনা ঘটে।
নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।