মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে গাড়িতে করে নিয়ে বাসার উদ্দেশে রওনা হয়।এদিকে সন্ধ্যায় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন চিকিৎসকরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে গাড়িতে করে নিয়ে বাসার উদ্দেশে রওনা হয়।এদিকে সন্ধ্যায় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন চিকিৎসকরা।
বাসায় থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।কিন্তু জ্বরে আক্রান্ত হলে ১২ অক্টোবর দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।এ সময় তার বায়োসপসি পরীক্ষা করা হয়।সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা।এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।বাসায় ফেরার এক মাসের মাথায় ১৩ নভেম্বর তৃতীয় দফায় আবারও ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এবার তার লিভার সিরোসিস ধরা পড়ে।বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।আইনি সুযোগ না থাকায় অনুমতি দেয়নি সরকার।এরপর থেকে টানা ৮১ দিন এভার কেয়ারে আছেন বেগম জিয়া।এরই মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে বেগম জিয়ার গুলশানের ফিরোজার বাসা।
নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.