নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
রংপুর নগরীর মেকুরা এলাকার জুয়েল হত্যা মামলায় চার আসামির মধ্যে একজনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এই মামলার অপর দুই আসামির মধ্যে একজনকে খালাস আরেকজনের বিচার চলমান রয়েছে।
বুধবার(২৬ জানুয়ারি)দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক তারিক হোসেন এ রায় দেন।
রায়ে মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। ২০১৮ সালের মার্চে রংপুর নগরীর মেকুরা এলাকার ট্রাক্টর চালক মো:জুয়েল রানার মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় জুয়েলের বড় ভাই জাকির হোসেন কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।দীর্ঘ চার বছর সাক্ষ্য প্রমাণ শেষে চার আসামির মধ্যে মেহেদী হাসান সাগরের ফাঁসি,মো:শাকিলের যাবজ্জীবন রায় দেন আদালত। বাকী দুই আসামির মধ্যে আনোয়ার হোসেনের বিচার চলমান এবং মো:মালেককে বেকসুর খালাস দেয়া হয়।দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুয়েলের পরিবার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.