অনলাইনডেস্ক:-নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর:নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে শুধু ডিজেলচালিত গাড়ির ভাড়া বাড়িয়েছে সরকার।কিন্তু অধিকাংশ সিএনজিচালিত বাস ডিজেলচালিত বলে বাড়তি ভাড়া আদায় করছে।
বাসচালকদের এমন জালিয়াতিতে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।
শুধু তাই নয়,মঙ্গলবার(৯ নভেম্বর)বেশির ভাগ বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায়ের অভিযোগ যাত্রীদের।
সিএনজিচালিত হয়েও বেশি ভাড়া নেওয়ার বিষয়ে অধিকাংশ সুপারভাইজার বলছেন,মালিক যা বলে,আমরা তাই করি।এখানে আমাদের কিছু করার নেই।
আমরা তাদের নির্দেশেই কাজ করে যাচ্ছি।
যদিও এমন অভিযোগ অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
এদিকে বাস মালিকদের এমন অরাজকতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা।প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।
যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ’র চেয়ারম্যান জানান,ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইলকোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।
নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী,দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা,তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা,সেটি বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে।
এ ছাড়া মহানগরে মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা,তা বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.