অনলাইনডেস্ক:-নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর:নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:মোঃ মোশারফ হোসেন তোকদার(লিমন)।
রংপুর বিভাগঃ-
স্বতন্ত্র প্রার্থী আ:ছাত্তার মিলন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৮০ ভোট।তার নিকতম নৌকার প্রার্থী ইউনুস আলী মন্ডল পেয়েছেন ৩ হাজার ৮৯৬ ভোট। বেসরকারিভাবে আ:ছাত্তার মিলন ২ হাজার ৮৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
ঘোড়াঘাট পৌরসভায় মোট ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী মন্ডল(নৌকা)সতন্ত্র প্রার্থী আ:ছাত্তার মিলন(নারিকেল গাছ)আবুলকালাম আজাদ(জগ)আব্দুল মান্নান(মোবাইল)এবং রিপোন আহাম্মেদ রানা(রেল ইঞ্জিন)।
রিটানিং অফিসার শহীনুর রহমান প্রামানিক জানান,ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ১৯১ জন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.