অনলাইনডেস্ক:নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর,নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল(ঢামেক)থেকে মাইনুদ্দিন(২৯)নামে এক রোগী নিখোঁজ হয়েছেন।
মাইনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষীপুর গ্রামে।তার বাবার নাম রবিউল হক।মঙ্গলবার(২৬ অক্টোবর)এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোগীর স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক ২টি সাধারণ ডায়েরি(জিডি)করেছেন।
নিখোঁজ ওই রোগীর বড় ভাই জামাল উদ্দিন তিনি বলেন,মাইনুদ্দিনকে গত ২৩অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ওয়ার্ডের ২৯নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি আরও বলেন,মঙ্গলবার সকালে এক চিকিৎসক আমার ভাইকে ওই ভবনের ১০তলায় নিয়ে যান কেস স্টাডির জন্য।
পরে আমরা তাকে ১০তলায় গিয়েও খুঁজে পাইনি।
তখন ওই চিকিৎসককে জিজ্ঞেস করলে তিনি জানান রোগী ৭তলায় চলে গেছে।
পরে ৭তলাতে গিয়েও তাকে খুঁজে পাইনি।এরপর নিরুপায় হয়ে সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল,মোঃনাজমুল হক বলেন:-
রোগী নিখোঁজের পর থেকে হাসপাতালের আনসার,পুলিশসহ সকলেই রোগীকে খুঁজে বেড়াচ্ছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মওদুত হাওলাদার বলেনপরিবারের পক্ষ থেকে ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মোট দুইটি ডিজি করা হয়েছে।
সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ তদন্ত করছে।
তিনি বলেন:-আজ মঙ্গলবার(২৬অক্টোবর)সকালে এক চিকিৎসক রোগীকে ওই ভবনের ১০তলায় নিয়ে যান রোগীর কেস স্টাডির জন্য।ওই সময় রোগীর আমাদের একজনও ছিল।কিন্তু কিছু সময় পর খাবার নেওয়ার জন্য তিনি ৬০১নম্বর ওয়ার্ডে যান।কিছু সময় পর আবার ১০ তলায় গিয়ে তিনি দেখেন,রোগী মাইনুদ্দিন সেখানে নেই?তখন ওই চিকিৎসককে জিজ্ঞেস করলে তিনি জানান,রোগী ৭তলায় চলে গেছে।তখন তিনি ৭তলাতে গিয়েও রোগীকে খুঁজে পাননি।
এরপর হাসপাতালের সব জায়গায় তাকে খোঁজাখুজি করা হয়।শেষে নিরুপায় হয়ে সন্ধ্যায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান,
জানতে পেরেছি রোগীকে ১০তলায় বোনমেরো বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল কেস স্টাডির জন্য।
এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।দিনভর পুলিশসহ হাসপাতালের সবখানেই খোঁজাখুজি করা হয়েছে।
তার কোনো হদিস পাওয়া যায়নি।এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকেও শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোtনাজমুল হক জানান,রোগী নিখোঁজ সংবাদের পরপরই হাসপাতালের আনসার পুলিশসহ সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে।হাসপাতালের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.