বউয়ের জ্বালায় বাড়িতে টিকতে পারছে না।তাই অসহনীয় জীবন থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় কারাগারে থাকতে চেয়ে ইতালি পুলিশের কাছে আবেদন করেছেন আলবেনীয় এক তরুণ।স্থানীয় সময় রবিবার ইতালি পুলিশ এ তথ্য জানিয়েছে।
ইতালি পুলিশের বরাত দিয়ে দ্যা স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়,ইতালির রাজধানী রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় থাকেন ৩০বছর বয়সী ওই তরুণ।
তিনি আলবেনীয় নাগরিক।কয়েক মাস ধরে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে ওই তরুণ গৃহবন্দি ছিলেন। তার সাজার মেয়াদ আরও কয়েক বছর বাকি রয়েছে।কিন্তু স্ত্রীর সঙ্গে বোঝাপড়া না হওয়ায় তিনি কারাগারেই থাকার ইচ্ছা প্রকাশ করেন।
গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘন করায় ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ।পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।