বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
অবৈধ উপায়ে ক্ষমতা দখলের পর ১২শ’সেনা কর্মকর্তাকে হত্যা করেন জিয়াঃ মন্তব্য করেছেন হানিফ।
-
প্রকাশ কাল
সোমবার, ৪ অক্টোবর, ২০২১
-
৩২৬
বার পড়েছে
অবৈধ উপায়ে ক্ষমতা দখলের পর ১২শ’সেনা কর্মকর্তাকে হত্যা করেন জিয়াঃ মন্তব্য করেছেন হানিফ।
অনলাইন ডেস্ক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম,এর নিউজ ইডিটরও প্রতিষ্ঠাতা মোঃ লিমন তোকদার রংপুর বিভাগঃ-
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন,অবৈধ উপায়ে ক্ষমতা দখলের পর ১২শ’সেনা কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন জিয়া।এরপর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।
আজ রবিবার চাঁদপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন,১৯৭৭সালের ২অক্টোবর জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়।সেটা ঢাকা তেজগাঁও বিমানবন্দরে আসে।
সেই বিমান ছিনতাইয়ের সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক ছিল না,তা জাপানের অভ্যন্তরীণ বিষয় ছিল।
অথচ এটাকে পুঁজি করে সেই সময়ের স্বৈরশাসক তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য মুক্তিযুদ্ধের সামরিক যেসব অফিসার ছিল-সেনাবাহিনী,বিমান বাহিনী ও নৌবাহিনী,তাদেরকে মিথ্যা মামলা দিয়ে প্রায় ১২শ’ সামরিক কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। এটা গণহত্যার শামিল।
আমরা মনে করি,ওই সময় যেসব সেনা কর্মকর্তাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল,তাদের স্বজনরা যে বিচার দাবি করেছেন তাযৌক্তিক।
এ বিষয়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন,অবৈধভাবে ক্ষমতায় আসা বা থাকার কোনও রিপোর্ট আওয়ামী লীগের নেই।বরাবরই এই অভ্যাসটি বিএনপির ছিল।
বন্দুকের নল দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন।বিএনপি কখনও নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা ছাড়েনি।
হানিফ বলেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভার মধ্য দিয়ে সংগঠন আরও শক্তিশালী হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেলো।
এটা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ভালো ঝাঁকি দিয়েছে।তারা উজ্জীবিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,চাঁদপুর-২আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুনও পেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST