বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে(২৩)গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার(৪ সেপ্টেম্বর)তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিফাত হত্যা মামলাসহ মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম তারিকুল ইসলাম।মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে এম তারিকুল ইসলাম বলেন,রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়।
হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা হয়।
সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও মামলাটি চলাকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।কিন্তু মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় আসেনি।
তাই তাকে এ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
২০১৯ সালের ২৬ জানুয়ারি বরগুনা সরকারি কলেজের সামনে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।পরের দিন তার বাবা আবদুল হালিম শরীফ ১২ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে ছয় আসামিকে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত।আর বাকি চারজনকে খালাস দেয়া হয়।
খালাসপ্রাপ্তদের মধ্যে মুসা বন্ডও ছিলেন।
একই বছরের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের ছয়জনকে ১০ বছরের কারাদন্ডাদেশ দেন শিশু আদালত।
এ ছাড়া চারজনকে পাঁচ বছর এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়ে তিনজনকে খালাস দেওয়া হয়।
বিডি//নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.