২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৫৬৩ জনে।
রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা:নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়,গত ২৪ ঘণ্টায়২৪ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।
এর আগের দিন শনিবার দেশে করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,একদিনে নতুন করে সুস্থ হয়েছেন৫ হাজার ৬০ জন।এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,মারা যাওয়া৭০ জনের মধ্যে৮১ থেকে৯০ বছরের মধ্যে দুইজন,৭১ থেকে৮০ বছরের মধ্যে ১২ জন,৬১ থেকে৭০ বছরের মধ্যে
২৪ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন,৪১ থেকে৫০ বছরের মধ্যে৭ জন,৩১ থেকে৪০ বছরের মধ্যে চারজনও ২১ থেকে৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।২৪ ঘণ্টায়মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪০ জন ও মহিলা ৩০ জন। দুইজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী,ঢাকাবিভাগে সর্বোচ্চ ৩১ জন,চট্টগ্রামবিভাগে২০ জন,রাজশাহীবিভাগে তিনজন,খুলনাবিভাগে তিনজন,বরিশালবিভাগে দুইজন,
সিলেটবিভাগে ছয়জন,রংপুরবিভাগে চারজনও ময়মনসিংহে একজনমারা গেছেন।
বিডি//নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.