ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি।দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি।রবিবার(৫ সেপ্টেম্বর)হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরীমণি।
সেই চিঠি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
চিঠিটি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে তিনি লিখেছেন,একটা চিঠি।
আমার সব শক্তির গল্প এখানেই।পোস্ট করা চিঠিতে দেখা যায়,নানু আমি ভালো আছি।কোনো চিন্তা করবা না।তোমার সাথে শিগ্রই দেখা দিবো।
চিঠির বিষয়ে ইত্তেফাক অনলাইনকে পরীমণি জানান,আমি গ্রেফতার হওয়ার পর নানু ভাই আমাকে চিঠিটি দিয়েছিলেন।
এরপর থেকেই আমি এটি অক্ষত রাখার চেষ্ঠা করেছি।আটক,রিমান্ড,জেলসহ নানান প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত আমি এটি অক্ষত রাখতে পেরেছি।
এই চিঠিটি আমার জীবনের একটি শক্তি।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমণিও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব।
এরপর ৫ আগস্ট র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণিও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর রিমান্ড-জেল শেষে গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকাও তিন বিবেচনায় পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
বিডি//নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.