এক হাতে গাছের চারা,অন্য হাতে মাদককে লাল কার্ড এমনই অভিনব দৃশ্য দেখা যায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দিনাজপুরের খানসামা উপজেলা চত্বরে।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন তারা।ওই সংগঠন আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করবে।
বৃহস্পতিবার দুপুরে খানসামা উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন।এ সময় তারা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নিয়ে স্লোগান দেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খানসামা উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম চৌধুরী,লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিক আহমেদ শামীম,খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরনবী ইসলাম,প্রচার সম্পাদক এম এ রকি প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন,লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুরু করেছেন।আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে।গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছেন।এবছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে।
বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।