মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে নারী খুনহয়েছে। নিহত খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মুক্তার বেপারির স্ত্রী। জানা গেছে, মুক্তার ব্যাপারীর সঙ্গে তারপ্রতিবেশী রমজান ব্যাপারি গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।হত্যার ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রমজান আলী বেপারী (৪৮), বকুল বেগম (৪০), নাজমুল ইসলাম (১৬), আনোয়ার ছৈয়াল (৪৩),আল ইসলাম (৩৫)।এ বিষয়ে সোমবার (৩০ আগস্ট) টংগীবাড়ি থানায় হত্যা মামলা হয়েছে মামলা নং-১৯।
সেই বিরোধের জের ধরে রান্না ঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দু’পক্ষের ফের বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি হামলা চালালে তাদের হামলায় খাদিজা বেগম নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজানরা প্রথমে খাদিজাকে বাঁশ দিয়ে পেটায়। পরে রমজান খাদিজা বেগম এর পেটে লাথি মারলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত খাদিজা বেগমের তিন মেয়ে এক ছেলে রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মেম্বার জানান, রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হয়েছে খাদিজা। সে আরও জানায় এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.